আগরতলা, ২৩ আগস্ট: এডিনগরস্থিত রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতের আঁধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে দেবীমূর্তির স্বর্ণের টিপ ও দুটি প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে পালিয়েছে। ওই ঘটনায় মন্দির চত্বর এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ ভোরবেলা মন্দিরের পুরোহিত প্রতিদিনের মতো পূজা দিতে এসে প্রথম ঘটনাটি লক্ষ্য করেন। মন্দিরে প্রবেশ করতেই তিনি দেখতে পান মা শারদার কপালে থাকা স্বর্ণের টিপ নেই এবং প্রণামী বাক্স দু’টি ভাঙা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি মন্দির কর্তৃপক্ষকে খবর দিয়েছেন। এদিকে খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চোরেরা পূর্ব পরিকল্পিতভাবে মন্দিরের নিরাপত্তা ঘাটতি কাজে লাগিয়ে রাতের বেলা চুরি করে।
স্থানীয়রা জানিয়েছেন, মন্দিরে নিয়মিতভাবে ভক্তদের আনাগোনা থাকে এবং বহু মানুষ এখানে প্রণামী দিয়ে থাকেন। ফলে প্রণামী বাক্সে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা ছিল বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কত টাকার প্রণামী লুট হয়েছে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।
এদিকে, চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, একটি ধর্মীয় স্থানে এমন চুরি অত্যন্ত নিন্দনীয়। তাঁরা প্রশাসনের কাছে মন্দিরে নিয়মিত নিরাপত্তার দাবি জানিয়েছেন।

