কৈলাসহরে আগর প্লান্টেশন সার্ভে চলাকালীন ৩০ লক্ষ টাকার ড্রোন ভাঙচুর, দুই যুবক আটক

আগরতলা, ২৩ আগস্ট : ডিজিটাল যুগে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আগর প্লান্টেশনের সার্ভেতে ব্যবহার করা হচ্ছে আকাশে উড়ন্ত ড্রোন। কিন্তু সেই ড্রোন নিয়েই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধিনে থাকা কৈলাশহরের ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের কর্মীরা আগর প্লান্টেশন সার্ভে করতে গেলে স্থানীয় দুই যুবকের বাধার মুখে পড়ে ভাঙচুরের শিকার হয় একটি ড্রোন। ক্ষতিগ্রস্ত ড্রোনটির বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, ওইদিন সার্ভে চলাকালীন শ্রীনাথপুর এলাকার দুই যুবক—আব্দুল সাকুর ও আব্দুল হালিম—ড্রোন চালকদের বাধা দেন। তাঁদের অভিযোগ, ড্রোনের মাধ্যমে তাঁদের বাড়ির আঙিনা ও মহিলাদের স্নানের দৃশ্য ধারণ করা হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয় বাকবিতণ্ডা। অভিযোগ, উত্তেজনার জেরে দুই যুবক ড্রোন কন্ট্রোলার টেবিল ভাঙচুর করে এবং ড্রোনটি নষ্ট করে দেয়, এমনকি ড্রোন চালককে মারধরও করা হয়।

ঘটনার পর ড্রোন চালক কৈলাশহরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা এবং তাঁর সহকর্মী ধুমাছড়া এলাকার বাসিন্দা বিষয়টি ইরানি থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে বনদপ্তরের আধিকারিক ও মহকুমা পুলিশ আধিকারিকও থানায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

অন্যদিকে, অভিযুক্তদের পিতা আব্দুল আজিজ সংবাদমাধ্যমকে জানান, তাঁদের বাড়িতে আগরবাগান নেই। কেন ড্রোন ওড়ানো হচ্ছিল সে বিষয়ে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, বাড়ির উপরে ড্রোন উড়িয়ে মহিলাদের গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছিল। প্রতিবাদ করাতেই দুই ছেলেকে ফাঁসানো হয়েছে। এ নিয়ে তিনিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে ঘটনার তদন্ত চলছে। পুলিশ প্রশাসন তদন্তের মাধ্যমে আসল সত্য উদঘাটন করতে পারবে কি না, সেদিকেই এখন নজর।