আগরতলা, ২২ আগষ্ট: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের রাবার শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আজ রাবার শিল্প রক্ষা, শ্রমিকদের কাজ ও মজুরি বৃদ্ধির দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন(সিআইটিইউ) – এর আন্দোলনে একথা বলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে।
ত্রিপুরায় রাবার শিল্প রক্ষার দাবিতে জোরালো আন্দোলনে নামল ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন (সিআইটিইউ)। আজ আগরতলা উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস এলাকায় পৌঁছায়। সেখানেই এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এদিনের এই প্রতিবাদ সভা থেকে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাবার শিল্প ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। রাবার শিল্পকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে হবে, শ্রমিকদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে এবং ন্যায্য মজুরি বৃদ্ধি অবিলম্বে কার্যকর করতে হবে। সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাবার শিল্পে বিনিয়োগ ও সরকারি উদ্যোগের অভাবে শ্রমিকরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। একদিকে কাঁচা রাবারের দাম কমে যাওয়ায় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন প্রাপ্য ন্যায্য মজুরি থেকে।
আজকের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “রাবার শিল্প রাজ্যের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। অথচ সরকারের উদাসীনতায় আজ এই শিল্প ধ্বংসের পথে। শ্রমিকদের ন্যায্য দাবি না মেনে তাঁদের সঙ্গে অবিচার করা হচ্ছে।”
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা। তাঁরা স্পষ্ট জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষায় এই আন্দোলন আরও তীব্র করা হবে। প্রয়োজনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটা হবে।

