সাব্রুম, ১৮ আগস্ট : মাগরুম তীরকুমার পাড়ায় একটি বাড়ি থেকে বিপুল পরিমান গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএসএফ এবং সাব্রুম থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আজ ভোরবেলায় মাগরুম তীরকুমার পাড়ায় এক বাড়িতে অভিযান চালায়।এই অভিযানের ভিত্তিতে ঐ বাড়ির খাটের নিচ থেকে শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা ছিল।
এদিনের এই অভিযানে ১২ কেজি ৬০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয় । এই বাড়ির মালিক একজন মহিলা । উনাকেও গ্রেপ্তার করা হয়। সাব্রুম থানায় নিয়ে আসা হয় গাঁজা এবং মহিলাকে।এই চক্রের সাথে আর কে যুক্ত আছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

