বিহারে ভোটার অধিকার যাত্রার দ্বিতীয় দিনে দেব সূর্য মন্দিরে পুজো দিলেন রাহুল গান্ধী

পাটনা, ১৮ আগস্ট : বিহারে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরোধিতায় শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন “ভোটার অধিকার যাত্রা” । আজ যাত্রার দ্বিতীয় দিনে তিনি পৌঁছান ঔরঙ্গাবাদ জেলার বিখ্যাত দেব সূর্য মন্দিরে এবং সেখানে পুজো দেন। এই যাত্রার মূল উদ্দেশ্য রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মধ্যে যে অনিয়ম ও স্বচ্ছতার অভাব বিরোধীদের দাবি অনুযায়ী দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং ভোটারদের অধিকারের পক্ষে জনমত তৈরি করা। রাহুল গান্ধীর সঙ্গে যাত্রায় অংশ নিচ্ছেন ইন্ডিয়া জোটের অন্যান্য শীর্ষ নেতারাও। ১৬ দিনের এই যাত্রা বিহারের ২০টিরও বেশি জেলা অতিক্রম করে আগামী ১ সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে সমাপ্ত হবে।

আজ সকালে রাহুল গান্ধী ঔরঙ্গাবাদের আম্বা, কুটুম্বা, পাটালগঙ্গা সহ একাধিক স্থানে পৌঁছে জনসংযোগ করেন এবং মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী প্রসাদ যাদব, বিহার কংগ্রেস সভাপতি রাজেশ রাম এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানী। এদিন বিকেল পর্যন্ত রাহুল গান্ধী গুরুয়ারু, বাগদিহা, দৌদনগর এবং পঞ্চানপুর সফর করবেন এবং সন্ধ্যায় গয়ায় খলিশ পার্কে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন।

এই যাত্রার মাধ্যমে বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্প্রতি ওঠা অভিযোগ—বিশেষ করে বিহারে ৬৫ লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ও তাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ—জনগণের সামনে তুলে ধরতে চাইছে। কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি দাবি করছে, এই তালিকা সংশোধন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ভোটারদের সচেতন করার পাশাপাশি এই যাত্রা কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে একটি রাজনৈতিক বার্তা দেওয়ারও কৌশল হিসেবে দেখা হচ্ছে।