আগরতলা, ১৮ আগস্ট: গতকাল রাতে পেঁচারথলে বিদ্যুৎ দপ্তরের বেহাল অবস্থায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। দীর্ঘদিনের বিদ্যুৎ যন্ত্রণায় ক্ষুব্ধ পেঁচারথল ও মাছমারা এলাকার বাসিন্দারা রাতের বেলায় জাতীয় সড়ক অবরোধ করেন এবং ক্ষোভে বিদ্যুৎ দপ্তরের জিনিসপত্র ভাঙচুর চালান।
অভিযোগ, বিদ্যুৎ সমস্যার সমাধানে মন্ত্রী সান্তনা চাকমা ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের ভূমিকায় সাধারণ মানুষ হতাশ। সেই কারণেই স্থানীয় জনতা পেঁচারতল বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১২টার দিকে পরিস্থিতি চরমে ওঠে এবং জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। এদিকে, ঘটনার খবর পেয়ে প্রশাসনের বিভিন্ন আধিকারিক ঘটনাস্থলে ছুটে যান। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হয়।

