কৈলাসহর, ১৮ আগস্ট: রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন কৈলাসহর জেলা যুব কংগ্রেস। জানা যায়, কৈলাসহর শহরের ডাকবাংলো থেকে রাঙ্গাউটি অব্দি পনেরো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে। এরই প্রতিবাদে কুবঝার এলাকায় জেলা যুব কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে রাস্তা অবরোধ করে করে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে।
এই রাস্তা অবরোধের নেতৃত্বে রয়েছেন যুব নেতা হদিস মিয়া, সিরাজুল ইসলাম, সানু চৌধুরী, জুবের আহমেদ খান, প্রাক্তন যুব নেতা হিল্লোল গুপ্ত সহ আরও অন্যান্যরা। রাস্তা অবরোধ সম্পর্কে বলতে গিয়ে যুব নেতা সিরাজুল ইসলাম এবং হদিস মিয়া জানান যে, বিগত দুই দুই বছর পূর্বে ঠিকাদার বিপ্লব কর কৈলাসহর শহরের ডাকবাংলো থেকে রাঙ্গাউটি অব্দি পনেরো কিলোমিটার রাস্তাটির কাজ করেন। কিন্তু কাজের ছয় মাসের মধ্যেই রাস্তাটি বেহাল হয়ে যায়। রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে যায়। রাস্তাটির পিচ সম্পুর্নভাবে উঠে যায়। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যায়। প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে। বিগত এক মাস পূর্বে যান দুর্ঘটনায় এক গাড়ি চালকের মৃত্যু অব্দি হয়েছে।
তাছাড়া, শহর উত্তরাঞ্চলে যাবার জন্য একমাত্র এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় গাড়ি যাতায়াত করে। রাস্তাটি চলাচলের এতটাই অযোগ্য হয়েছে যে, পায়ে হেঁটেও রাস্তা দিয়ে আসা যাওয়া করা যায় না বলে অভিযোগ। অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া যায় না বলেও জানান অবরোধকারীরা।
স্থানীয় এলাকাবাসীরা এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পরও দপ্তরের পক্ষ কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। যুব কংগ্রেসের পক্ষ থেকে বিগত দুই মাস পূর্বেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে ফের সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে কুবঝার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে।
রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে হাজির হয়েছেন। যতক্ষন অব্দি জেলাশাসক কিংবা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা অবরোধস্থলে এসে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হবে না ততোক্ষন অব্দি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অবরোধ কারীরা। দুপুর সোয়া বারোটা অব্দি প্রশাসনের কোনো আধিকারিক অবরোধস্থলে না আসায় অবরোধ কারীরা ক্ষিপ্ত হয়ে কুবঝার এলাকার পাশাপাশি বাবুরবাজার এবং নুরপুর এলাকায়ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। একসাথে তিনটি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করায় গোটা শহর উত্তরাঞ্চল স্তব্ধ হয়ে পড়েছে এবং তিনটি অবরোধস্থলে প্রচুর গাড়ি আটকে পড়েছে।

