বিজাপুর, ১৮ আগস্ট:
ছত্তীসগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে আজ সোমবার সকালে একটি আইইডি বিস্ফোরণে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর এক জওয়ান শহিদ হন এবং আরও তিন জওয়ান আহত হন। এই বিস্ফোরণটি নকশাল বিরোধী অভিযানের সময় ঘটে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ জওয়ানের নাম দিনেশ নাগ। অভিযান চলাকালীন তিনি অসাবধানতাবশত পায়ের নিচে চাপা আইইডি-তে পা রাখেন, যার ফলে তীব্র বিস্ফোরণ ঘটে। আহত তিন জওয়ানকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে এবং তাঁরা বর্তমানে বিপদমুক্ত বলে জানানো হয়েছে।
এই ঘটনায় চলতি বছরে নকশাল হামলায় শহিদ হওয়া নিরাপত্তারক্ষীর সংখ্যা দাঁড়াল ২০, যা গত বছরের তুলনায় এক জন বেশি। গত বছর এই সংখ্যা ছিল ১৯।
প্রসঙ্গত, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে গত জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন ও জুলাই মাসে একাধিক সংঘর্ষে নিরাপত্তাবাহিনী অন্তত ৪৪ জন মাওয়াদিকে হত্যা করেছে। জুলাই মাসেই এই এলাকায় মাওবাদীরা দু’জন ‘শিক্ষা দূত’ (চুক্তিভিত্তিক শিক্ষক)-কে হত্যা করে, তাঁদের পুলিশ-গুপ্তচর সন্দেহে।
এই অঞ্চলটি বহুদিন ধরেই মাওবাদীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ও প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। বনাঞ্চলের ভিতরে অসংখ্য চাপ সংবেদী আইইডি পুঁতে রাখে তারা, যাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহজেই ফাঁদে পড়ে।
উল্লেখযোগ্যভাবে, ডিআরজি হল একটি বিশেষ রাজ্য-স্তরের বাহিনী, যেখানে জঙ্গলের প্রান্তিক জনজাতি সম্প্রদায়ের যুবকদের, এমনকি আত্মসমর্পণকারী নকশালদেরও অন্তর্ভুক্ত করা হয়। এই বাহিনী গঠন ছত্তীসগড় সরকারের নকশাল দমনের একটি কৌশলগত পদক্ষেপ, যা কার্যকর হলেও বিতর্কিত বলেই মনে করা হয়।

