সোনামুড়া, ১৭ আগস্ট : ফের সংবাদের শিরোনামে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ, জরুরি বিভাগে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চিকিৎসকের দেখা মেলে না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
রোগী-পরিজনের দাবি, হাসপাতালে দাঁড়িয়ে থেকে চিকিৎসকের অনুপস্থিতি স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্রকে সামনে নিয়ে আসছে। জরুরি পরিস্থিতিতে রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকটে ভুগছে এই স্বাস্থ্য কেন্দ্রটি। তবে বারবার অভিযোগ সত্ত্বেও কর্তৃপক্ষের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।
স্বাস্থ্য পরিষেবার এমন বেহাল অবস্থায় জনমানসে প্রশ্ন উঠছে—জরুরি মুহূর্তে যদি চিকিৎসকেরই দেখা না মেলে, তবে সাধারণ মানুষ ভরসা খুঁজবে কোথায়?

