একলব্য ক্যাম্পাসে পান্ডুলিপি বিদ্যা ও প্রতিলিপি বিষয়ক জাতীয় কর্মশালার সূচনা

আগরতলা, ১৬ আগস্ট: আজ একলব্য ক্যাম্পাসের গুরু দ্রোণাচার্য অডিটোরিয়ামে “পান্ডুলিপি বিদ্যা ও প্রতিলিপি” বিষয়ক একটি জাতীয় কর্মশালার শুভ উদ্বোধন হয়। কর্মশালাটি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস (এনএমএম)-এর যৌথ উদ্যোগে আয়োজিত। অনুষ্ঠানটি শুরু হয় অতিথিদের দ্বারা ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বালন এবং ছাত্র-ছাত্রীদের বেদীয় ও লোকগান উচ্চারণের মাধ্যমে।

স্বাগত ভাষণ প্রদান করেন অধ্যাপক সুশান্ত কুমার রাজ, সাহিত্য বিভাগের প্রধান, একলব্য ক্যাম্পাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. উত্তম সিংহ, সহকারী অধ্যাপক, বৌদ্ধ দর্শন বিভাগ।

এই বিশেষ উপলক্ষে, অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র, পরিচালক, শ্রী সদাশিব ক্যাম্পাস, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, পুরী (ওড়িশা), সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পান্ডুলিপি সংরক্ষণের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে একটি প্রাঞ্জল বক্তব্য রাখেন।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিনোদ কুমার মিশ্র, সাহিত্য অনুষদের ডিন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। তিনি বিষয়টির একাডেমিক গুরুত্ব এবং সমসাময়িক গবেষণায় এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অনির্বাণ দাস, পরিচালক, ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস, নয়াদিল্লি। তিনি ভারতের প্রাচীন পান্ডুলিপি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে মিশনের ভূমিকা ও চলমান প্রকল্পসমূহের কথা তুলে ধরেন, যেমন: ডিজিটাইজেশন, পাঠোদ্ধার ও সংরক্ষণ কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্বমূলক ভাষণ প্রদান করেন অধ্যাপক মাখালেশ কুমার, পরিচালক, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য ক্যাম্পাস। তিনি তাঁর বক্তব্যে আধুনিক যুগে প্রাচীন জ্ঞানতত্ত্বের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন এবং গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা একাডেমিক গবেষণা ও সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে এই মূল্যবান জ্ঞান-সম্পদ সংরক্ষণে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে, যা প্রদান করেন ড. দিবেশ শর্মা, সহকারী অধ্যাপক, জ্যোতিষ বিভাগ। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন ড. নাগপতি হেগড়ে, সহকারী অধ্যাপক, ব্যাকরণ বিভাগ।

এই কর্মশালা আগামী দিনগুলোতে বিভিন্ন কারিগরি অধিবেশনের মাধ্যমে চলবে, যেখানে দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত গবেষক ও শিক্ষার্থীদের পান্ডুলিপি পাঠ, সংরক্ষণ কৌশল এবং প্রতিলিপি নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।