দুর্ঘটনার শিকার এগ্রিকালচার চিফ ইঞ্জিনিয়া সহ দুইজন

আগরতলা, ১৩ আগস্ট : ভয়াবহ যান দূর্ঘটনার শিকার হয়েছেন এগ্রিকালচার চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস সহ দুইজন ব্যক্তি। আজ সকালে গঙ্গানগর সাইকা এলাকায় যান দূর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কৈলাশহরে একটা সরকারি অনুষ্ঠানে যোগদান করতে যাবার পথে দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে তাঁদের। মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিধায়ক ভগবান দাস।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ তারা বিকল্প জাতীয় সড়ক আগরতলা – কৈলাশহর ভায়া কমলপুর হয়ে কৈলাশহরে আসছিলেন। ফটিকরায় থানা এলাকার জয়গন্তি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে একটি গর্তের মধ্যে পড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করে চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ গাড়ির চালক খোকন দাস গুরুত্বর ভাবে আহত হয়। আহত তিন ব্যক্তির মধ্যে চিফ ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আগরতলা নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল মন্ত্রী রতন লাল নাথের কনভয় এসে পৌঁছায়। মন্ত্রী নিজেও কৈলাসহর যাচ্ছিলেন সরকারি অনুষ্ঠানে। গাড়ির চালককে কুমারঘাট হাসপাতালে নেওয়ার পর তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।