আগরতলা, ১২ আগস্ট : গোমতী জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করার পর আজ সকালে রাধাকিশোর পুর থানা পরিদর্শনে গিয়েছে ড: কিরণ কুমার কে।
আজ সকালে রাধা কিশোর পুর থানা পরিদর্শনে গিয়েছেন গোমতী জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে। তিনি গিয়ে প্রথমে সেলামি গ্ৰহন করে রাধাকিশোর পুর থানার বিভিন্ন কক্ষ গুলো পরিদর্শন করেন।
পরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার ইচ্ছা নেশা মুক্ত রাজ্য গড়ে তোলা হোক। গোমতী জেলায় বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে নেশা মুক্ত গোমতী জেলা করার পরিকল্পনা রয়েছে। তেমনি উদয়পুর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে বলে জানান গোমতী জেলার পুলিশ সুপার ড: কিরন কুমার।

