সংসদ ভবন আবাসন কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও ঐক্যের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১১ আগস্ট : নতুন সংসদ ভবনের আবাসন কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে পরিচ্ছন্নতা ও একতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সুন্দর হবে। আপনারা আপনাদের অঞ্চলের মানুষকেও আমন্ত্রণ জানাতে পারেন এবং তাঁদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলতে পারেন। আপনারা একে অপরের নিজ নিজ রাজ্যের ভাষা শেখার চেষ্টা করতে পারেন।

তিনি আরও বলেন, এই ভবন যেন শুধুমাত্র সাংসদদের আবাসস্থল না হয়ে, পরিচ্ছন্নতা ও স্থায়িত্বের প্রতীক হয়ে ওঠে। তাঁর কথায়, কেবলমাত্র সাংসদের বাসভবন নয়, এই কমপ্লেক্সটি সর্বদা পরিষ্কার থাকলে খুব ভালো হবে।

প্রধানমন্ত্রী সকল সাংসদদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি আমরা সকলে একটি দল হিসেবে কাজ করবো। আমাদের প্রচেষ্টা দেশের জন্য রোলমডেল হয়ে উঠবে। তিনি মন্ত্রক এবং আবাসন কমিটিকে বছরে ২-৩ বার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিযোগিতা আয়োজন করার প্রস্তাবও দেন।

নবনির্মিত ফ্ল্যাট ঘুরে দেখে নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন তিনি। আমি যখন এই নবনির্মিত ফ্ল্যাট দেখতে গেলাম, ভিতরে ঢুকে আমার প্রথম মন্তব্য ছিল, ‘এটুকুই কি মাত্র’? তাঁরা আমায় বললেন, ‘না স্যার, এ তো মাত্র শুরু। আপনি ভিতরে চলুন’। আমি অবাক হয়ে গেলাম। ঘরগুলি বেশ বড়, বলেন প্রধানমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই বাসস্থান সাংসদদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আশীর্বাদস্বরূপ হবে। বক্তব্যের শেষে তিনি সকলকে শুভেচ্ছা জানান।