অম্পিতে কংগ্রেসে যোগ তিপ্রামথা-সহ তিন দল ছেড়ে ৫০ আদিবাসী ভোটারের

আগরতলা, ১০ আগস্ট : দীর্ঘদিন পর সাংগঠনিক কর্মসূচিতে অম্পিতে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে অম্পির ডালাক কমিউনিটি হলে কংগ্রেসের উদ্যোগে এক সাংগঠনিক ও যোগদান সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, ত্রিপুরা প্রদেশ ফিশারম্যান কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় দাস, ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাসসহ আদিবাসী কংগ্রেসের রাজ্য, জেলা ও মহকুমা নেতৃত্ব এবং বহু কর্মী-সমর্থক।

উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা জানিয়েছেন, তিপ্রামথা, সিপিএম ও বিজেপি ত্যাগ করে অমরপুরের ডালাক এলাকা থেকে মোট ১৪ পরিবারের ৫০ জন আদিবাসী ভোটার এদিন কংগ্রেসে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন নেতৃত্বরা।