আগরতলা, ৯ আগস্ট: ত্রিপুরা রাজ্যে ফের সক্রিয় আন্তর্জাতিক বাইক চোর চক্র। প্রায় প্রতিদিনই উত্তর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে চোরের দল বাইক চুরি করে নির্দিষ্ট গন্তব্যে পাচার করছে।
বাগবাসা থানার পুলিশের নিয়মিত টহলদারির সময় মিশনটিলা এলাকা থেকে টিআর০৫ডি৮২৫৮ নম্বরের কালো রঙের একটি পালসার বাইক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বাইকটি ধর্মনগর থানার মঙ্গলাকালী এলাকা থেকে চুরি হয়েছিল।বাইক মালিক শপু মালাকার, পিতা তপন মালাকার, কদমতলা থানাধীন ইছাই লালছড়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তিনি মঙ্গলাকালী এলাকায় শ্বশুরবাড়িতে যান এবং বাইকটি বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন।
শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান বাইকটি নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, বাগবাসা থানার পুলিশ সেটি উদ্ধার করেছে। থানায় গিয়ে তিনি নিজের বাইকটি শনাক্ত করেন। সকল আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তার কাছে বাইকটি ফিরিয়ে দেয়।

