কৈলাসহরে সারমেয় বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭, এলাকায় চরম উত্তেজনা

কৈলাসহর, ৭ আগস্ট : ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের ১ নম্বর ওয়ার্ডে সারমেয় মাংস এবং বিক্রিকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনায় দুই পক্ষের মোট ৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন। যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। সকল আহত বর্তমানে ভগবান নগর জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হীরাছড়া এলাকায় সারমেয় কেটে খাওয়া এবং বিক্রির অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে পিন্টু দাস নামে একজন ঘটনার পর থেকেই পলাতক ছিল। অভিযোগ, গতকাল রাতে পিন্টু দাসের আত্মীয়রা অভিযোগকারী রাজারাম নুনিয়া মুন্ডার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলা প্রতিরোধ করতে গিয়ে রাজারাম নুনিয়ার স্ত্রী সূর্যি গৌড়, গোলাপ চাষা, বুধন চাষা ও সুলতান আলী সহ আরও কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গোলাপ চাষা, তাঁর ছোট ভাই এবং সুলতান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, ফলে তাঁরা গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, পিন্টু দাসের আত্মীয়দের পাল্টা অভিযোগ—রাজারাম নুনিয়া মুন্ডা ও তাঁর লোকজন চন্দন দাসের বাড়িতে হামলা চালান। এই হামলা প্রতিরোধ করতে গিয়ে চন্দন দাস ও সমা বাউরী আহত হন। চন্দন দাসের চোখে গুরুতর চোট লাগে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে কৈলাসহর থানা এবং ইরানি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।