আগরতলা, ৭ আগস্ট: বিশ্রামগঞ্জকাণ্ডে গ্রেফতার করা হয়েছে সুকুমার বণিক নামে এক ব্যক্তিকে। চলন্ত বাসে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ।
ঘটনার পরই প্রশাসনকে তদন্তক্রমে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে দ্রুত বিশ্রামগঞ্জকাণ্ডে তদন্তে নেমে পুলিশ সুকুমার বণিককে গ্রেপ্তার করেছে। চলন্ত বাসে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সিপাহীজলা জেলার প্রশাসন ও ক্রাইম ব্রাঞ্চ বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে। জানাযায় অভিযুক্তের বাড়ি বিশালগড় চন্দ্রনগর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহিলা থানা থেকে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।
