আগরতলা, ৬ আগস্ট: সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় ডাকাত দলের হাতে নিহত হয়েছেন শান্তি রঞ্জন দাস। আজ খবর পেয়ে নিহতদের বাড়িতে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন তিনি নিহতের পরিবাবারের সদস্যদের সাথে কথা বলেন।
এক সাক্ষাৎকারে প্রতিমা ভৌমিক বলেন এই ধরনের ঘটনা সমাজের জন্য নিন্দনীয়। এসমস্ত নিন্দনীয় কাজ থেকে সবাইকে বিরত থাকবে হবে। দোষীদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, অতিসত্বর অভিযুক্তদের সঠিক পথে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এদিন তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকার এবং জনগণ প্রশাসনের পাশে রয়েছে বলে জানান তিনি।

