ধর্মনগর, ৫ আগস্ট: ধর্মনগরের জেলরোড মনতলা এলাকার ২ নম্বর ওয়ার্ডে সোমবার রাতে এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। পরিবার ও প্রতিবেশীর উপর ছুরি নিয়ে হামলা চালাল বিপ্লব কুমার দেব (২০) নামে এক যুবক। অভিযুক্তের ছুরির আঘাতে গুরুতর জখম হন তার মা সপ্না মালাকার (৩৮), বোন বন্যা দেব (১৭) এবং প্রতিবেশী শেখর দাস (৬৮)।
স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন। তাঁদের মধ্যে শেখর দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, মুখে ছুরির কোপে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
শেখর দাসের ছেলে সঞ্জীব দাস জানান, ঘটনার সময় বিপ্লব মাদকাসক্ত অবস্থায় ছিল। তবে কেন সে এই বর্বরোচিত হামলা চালাল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ পারিবারিক বা প্রতিবেশীর সঙ্গে পূর্ববিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসা চলমান এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তৎপর প্রশাসন।

