হংকংয়ে প্রবল বর্ষণে স্থবির জনজীবন, দ্বিতীয়বারের মতো জারি কালো বৃষ্টির সতর্কতা

হংকং, ৫ আগস্ট : হংকং অবজারভেটরি মঙ্গলবার সকাল ৫টা ৫০ মিনিটে দ্বিতীয়বারের মতো কালো বৃষ্টিপাত সতর্কতা সংকেত জারি করে, মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে। এর আগে সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে প্রথমবার এই সংকেত জারি করা হয়। আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, মঙ্গলবারের এই সতর্কতা ছিল হংকংয়ের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম, যা টানা ১১ ঘণ্টা ১৫ মিনিট স্থায়ী হয় – সকাল ৫:৫০ থেকে বিকাল ৫:০৫ পর্যন্ত।

মঙ্গলবারের এই টানা প্রবল বর্ষণে নগরীর একাধিক অংশ কার্যত অচল হয়ে পড়ে। শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয় এবং নগরজুড়ে খোলা হয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কুইন মেরি হাসপাতালের জরুরি পরিষেবা রাস্তা প্লাবিত হওয়ায় ব্যাহত হয়েছে।

হংকং অবজারভেটরি জানিয়েছে, কিছু এলাকায় ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিংবা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কালো বৃষ্টির সতর্কতা মানেই হচ্ছে, প্রতি ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭০ মিলিমিটার ছাড়িয়ে গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পূর্বাঞ্চলীয় চেউং কুন ও এলাকায় একটি আউটডোর পার্কিং লটে গাড়িগুলো প্রায় পুরোপুরি পানিতে ডুবে গেছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, কিছু এলাকার গণপরিবহন ধীর হয়ে পড়েছে এবং কিছু সাবওয়ে স্টেশন এর নির্গমণপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, প্রবল বৃষ্টিপাতের প্রভাবে বিমান চলাচলেও ব্যাঘাত ঘটেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ পর্যন্ত ১০১টি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হংকং অবজারভেটরি সতর্ক করে জানিয়েছে, “গুরুতর জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে”, এবং বাসিন্দাদের যথাসম্ভব সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।