আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট:
আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। প্রদেশ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের নয়টি সাংগঠনিক জেলায় বিভিন্নভাবে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হবে। এছাড়াও ২৩ আগস্ট এডিসি দিবস পালন করা প্রত্যেকটি ব্লক এলাকায়। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। ৯ আগস্ট এবং ২৩ আগস্ট কর্মসূচি মধ্যে দিয়ে জনজাতি অংশের মানুষকে সচেতন করা হবে বলে জানান তিনি।

আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, গত কয়েক বছর যাবত কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশের সব কয়টি রাজ্যের আর্থিক পরিকাঠামো তুলে ধরেন।

তিনি বলেন, গত কয়েক বছর যাবত কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সমীক্ষক সংস্থা কেয়ারের দেশের সব কয়টা রাজ্যের আর্থিক পরিকাঠামো, আর্থিক সমৃদ্ধি, অভ্যন্তরীণ উৎপাদনে সমৃদ্ধির হার, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগ প্রধানত এই বিষয় সমূহের রাজ্যগুলির অবস্থা বিচার বিশ্লেষনের নিরিখে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দাখিল করে ২০২৫ সালের রিপোর্টে ১০০ পয়েন্টের স্কোর নির্ধারিত করে রাজ্যগুলিকে দুটো ক্যাটাগরিতে ভাগ কর, এ ক্যাটাগরি বড় রাজ্য গুলি ৪ ক্যাটাগরিতে আমাদের রাজ্যসহ ছোট ছোট ১১ টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে আমাদের রাজ্যের অবস্থা ১০০ পয়েন্টের মধ্যে রাজ্যের স্কোর ৩৪.২ পয়েন্ট ১১ টির মধ্যে সর্বশেষ ১১ তম রাজ্য।

কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের ২০২৪-২৫ সালের ভারতের ছোট বড় সবকটি রাজ্যের মান নির্ণয়ে উন্নয়নমূলক কাজের নিরিখে বেছে নেওয়া ৩ টি ক্যাটাগরি যেমন স্বচ্ছলিনা শহর, স্বচ্ছ শহর বা প্রমিসিং স্বচ্ছ শহর এর বিচারে বেছে নেওয়া দেশের একাত্তরটি শহরের মধ্যে আমাদের গর্বের স্মার্ট সিটি আগরতলার স্থান নেই, শুধু প্রমিসিং স্বচ্ছ শহর হিসাবে খোয়াই স্থান করে নিয়েছে। ২০২৪ মার্চে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্মার্ট সিটির বরাদ্দ ৫৪১ কোটি টাকার ৬৫ টি প্রকল্পের ৫৮টি সম্পন্ন হওয়ায় ৪৫৯ কোটি টাকা ব্যয় এবং এবছর এপ্রিলে জানায় এই প্রকল্পে ৯৫% শতাংশ কাজই সম্পন্ন।

তিনি আরো বলেন, দেশে বর্তমানে আদিবাসী মানুষের সংখ্যা ১২ কোটি যা মোট জনসংখ্যা ৮.৬% জনগণনাতে কাটচুপি করার লক্ষ্যে আদিবাসীদের মুসলিম জইন শীক এদের সাথে না রেখে অন্যান্যদের সাথে রাখা হয়েছে। ২০ বছর পূর্বে বনধিকার আইনের ২৩ সালে সংশোধন করার ফলে ৬৮০০০ পরিবার সংরক্ষিত এলাকা থেকে উচ্ছেদ হয়ে যাবে, দেশের ৭০ শতাং খনি প্রকল্প আদিবাসী এলাকায় থাকার ফলে এদের জীবনে গভির সংকট দেখা দিয়েছে। ন্যাশানেল ক্রাইম বিউরো রিপোর্ট অনুযায়ী প্রতিদিন দেশে গড়ে প্রতিদিন ১১ জন আদিবাসী মহিলা ধর্ষিতা বা গণধর্ষণের শিকার হচ্ছে। দেশে কেন্দ্রীয় সরকারের শূন্য পদে ৯৮০০০ আদিবাসীদের সংরক্ষিত শূন্য পদ খালি, আধা সরকারি দপ্তরের ৪৩৪১৪, রেলে ৩৪৫০০, বর্তমানে আঘাত সরকারি সংস্থায় আদিবাসীদের সংরক্ষিত পদ মাত্র ৩ শতাংশ আমাদের রাজ্যে সরকারি বিভিন্ন দপ্তরে আদিবাসীদের সংরক্ষিত শূন্য পদের সংখ্যা ১৭৫০ টি।