দুই কেরলীয় সন্ন্যাসিনীকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি প্রদ্যোতের

আগরতলা, ২ আগস্ট: ছত্তিসগড়ে দুই কেরলীয় সন্ন্যাসিনীকে রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। কেরলের বিজেপি সদস্যদের আশঙ্কা, তাঁদেরকে হয়রানি ও মিথ্যা অভিযোগ ভিত্তি হতে পারে। তাই ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই বিষয়ে স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য দাবি জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।

ওই চিঠিতে তিনি লেখেন, গতকাল সংসদ ভবনে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই- এর সাথে সাক্ষাৎকারের সময় যেভাবে আদিবাসী সমাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছিল। তার জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এক সাংসদ। কিন্তু উদ্বেগের বিষয়, যে গত ২৫ জুলাই কেরলের দুই সন্ন্যাসিনী—সিস্টার প্রীতি মেরি ও ভানদনা ফ্রান্সিস ২৫ জুলাই দুর্গ রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই গ্রেফতার সংক্রান্ত অভিযোগগুলি এখনো পুরোপুরি পরিষ্কার নয়, বিজেপির কেরল সহ একাধিক সূত্রের বক্তব্য অনুযায়ী, এই ঘটনা হয়রানি ও মিথ্যা অভিযোগের ফল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, যাঁরা সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, বিশেষ করে খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের যেন ভুল তথ্য বা জাতিগত বিদ্বেষের ভিত্তিতে হয়রানির শিকার না হতে হয়। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে একটি নিরপেক্ষ, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, ছত্তীসগড় সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে কার্যকরী পদক্ষেপ নেবে।