আগরতলা, ২ আগস্ট: ওএনজিসি কর্তৃপক্ষের গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিলোনিয়ার পূর্ব কলাবাড়ীয়া গ্রাম পঞ্চায়েতের মন চন্দ্রপাড়া এবং আপ্তপাড়া এলাকার জাতি জনজাতি অংশের প্রায় শতাধিক পরিবারের।
জানা গিয়েছে, মাইছড়া বাজার থেকে আপ্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশী রাস্তার অবস্থা বেহাল দশা পরিনত হয়েছে। ছোট বড় গাড়ি তো থাক দূরের কথা বাইক বাইসাইকেল কিংবা পায়ে হেঁটে যাওয়াও দুষ্কর।বিশেষ করে ওএনজির বড় বড় গাড়ি যাতায়াত করার ফলে রাস্তা নষ্ট হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখন রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য ওএনজিসি কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কাজের কাজ কিছু হচ্ছে না। পরবর্তী সময়ে এলাকার প্রধান সহদেব দাস ওএনজিসি কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা রাস্তাটি আপাতত সংস্কার করে দেওয়ার কথা বলে কাজে হাত দেয়।
এলাকাবাসীর দাবি, রাস্তাটি যেন আপাতত চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়। কারণ স্কুলের ছাত্র-ছাত্রী থেকে কৃষক শ্রমিক সকলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তাটির অবস্থা যা হয়ে রয়েছে তাতে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নেওয়া খুবই কষ্টসাধ্য। সবার দাবি অনুযায়ী ওএনজিসি কর্তৃপক্ষ আপাতত ইট সোলিং দিয়ে যাতায়াত করার ব্যবস্থা করে দেবে বলে কাজ শুরু করে। কিন্তু পুরো রাস্তাটি সাড়াই না করে আপাতত যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে একটু-আধটু ইট সোলিং দিয়ে তাদের গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে নিচ্ছে বলে অভিযোগ।
কিন্তু এলাকাবাসীদের দাবি পুরো রাস্তাটি সংস্কার করে দিতে হবে। এরই ফলে রাস্তা সংস্কারের কাজটি বন্ধ করে দেয় এলাকাবাসী। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার প্রধান সহদেব দাস এলাকাবাসীদের সাথে একমত হয়ে বলেন তাদের কাছে অনুরোধ করা সত্ত্বেও কাজটি যথাযথভাবে করছে না তাই পুনরায় এলাকাবাসীদের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগেও তিনি ড্রজার লাগিয়ে রাস্তাটি সংস্কার করে দিয়েছিলেন। বর্ষার মধ্যে ওএনজির গাড়ি যাওয়ার কারণে রাস্তাটির আবার বেহাল দশা হয়েছে।
তাই তিনি পুনরায় আবেদন জানান তাদের কাছে সেটি ঠিক করে দেওয়ার জন্য। তিনি আরো জানান বর্ষার পরেই এই রাস্তাটির কাজ করবে পিডব্লিউডি। যার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। পুরো রাস্তাটিই পিচ করার রাস্তা হয়ে যাবে।

