ফের আক্রান্ত বিজেপি, জম্পুইজলায় বিজেপির সভা বানচাল, আক্রান্ত বিজেপি সমর্থক

আগরতলা, ৩১ জুলাই: আশারামবাড়ির পর এবার জম্পুইজলায় বিজেপির সভায় আক্রমণ চালালো দুষ্কৃতকারীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শাসকদলের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়।

ঘটনার বিবরণে বিজেপি নেতা বিপিন দেববর্মা জানিয়েছেন, আগামী ৯ আগস্ট আগরতলায় জনজাতি সমাবেশ রয়েছে। তাকে কেন্দ্র করে বিভিন্ন মন্ডলে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ টাকারজলা মন্ডলের উদ্যোগে জম্পুইজলা বাজারে এক বাজার সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে। সেই সভায় যোগ দিতে আসা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। বর্তমানে আক্রান্ত বিজেপি কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

তিনি আরো জানান, জম্পুইজলার বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা জড়ো হয়ে বিজেপি সমর্থকদের সভায় আসতে বাধা দান করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিপিন দেববর্মা, তাঁর কথায়, এডিসি এলাকায় অন্য কোন রাজনৈতিক দলকে সভা করতে দেওয়া হচ্ছে না। নাম না করে এই ঘটনার জন্যেও তিপ্রা মথাকেই দায়ী করেছেন তিনি। এডিসি এলাকায় বিজেপির কোন কর্মসূচি হাতে নিলেই সেখানে আক্রমণ করা হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা বিপিন দেববর্মা।

উল্লেখ্য, গত রবিবার আশারামবাড়িতে একইভাবে বিজেপির কর্মসূচি প্রধানমন্ত্রীর ‘মান কি বাত ‘ শ্রবণ অনুষ্ঠানে হামলা চালিয়েছিল তিপ্রা মথা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় শাসকদলের উপর হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে।