পরিবারের সাথে অভিমানের বসে সীমান্ত পেরিয়ে এসে পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক

কৈলাসহর, ৩০ জুলাই: পরিবারের সাথে অভিমানের বসে সীমান্ত পেরিয়ে এসে পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক। তার নাম গৌরমনি বৈদ্য। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের গঙ্গানগর বলে জানিয়েছে সে। তাকে ধর্মনগর বাজার থেকে আটক করেছে বিএসএফ।

জিজ্ঞাসাবাদে গৌরমনি জানায়, পরিবারের সাথে অভিমানের বসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কৈলাসহরে চলে আসে সে। কৈলাসহর থেকে ধর্মনগরে গিয়ে ধর্মনগর বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎই বিএসএফ-এর নজরে পড়ে যান ওই যুবক। তখনই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পরিবারের সাথে অভিমান, তাই অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে চলে এসেছেন। তার কথা শুনে চক্ষু চড়কগাছ প্রশাসনেরও।

রাতেই তাকে কৈলাসহর থানায় হস্তান্তর করা হয়। শেষমেশ, কৈলাসহর থানা থেকে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, পুলিশ গৌরমনিকে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে, শিগগিরই গৌরমনি বৈদ্যকে পুশ ব্যাক করা হবে, অর্থাৎ তাঁকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে।