আগরতলা, ২৭ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শ্রবণ কর্মসূচিতে হামলা চালালো তিপ্রা মথা দলের সমর্থকরা, এমনটাই অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭ জন বিজেপি কর্মী। ভাংচুর করা হয়েছে গাড়ি। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই বিজেপির তরফে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আজ সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন জায়গায় মন কি বাত অনুষ্ঠান শ্রবণের কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির কর্মী সমর্থকগণ। একই সাথে আশারামবাড়িতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শ্রবণের কর্মসূচি হাতে নিয়েছিল বিজেপি কর্মীরা। আশারামবাড়ী পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের ৩০ নম্বর বুথে স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মান কি বাত অনুষ্ঠান শোনা হচ্ছিল। তখনই হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রায় ৩০ থেকে ৩৫ জন দুষ্কৃতিকারী সেখানে প্রবেশ করে তাণ্ডব চালায় বলে অভিযোগ।
এ বিষয়ে বিজেপি নেতা বিপিন দেববর্মা জানিয়েছেন, সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন জায়গায় মানকি বাত অনুষ্ঠান শ্রবণ চলছিল আজ। আশারামবাড়ী পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের বিজেপি সমর্থকরাও এই অনুষ্ঠান শ্রবন করছিলেন। তখনই তিপ্রা মথা দলের
সমর্থক প্রায় ২০-৩০ যুবক সেখানে উপস্থিত হয়ে মান কি বাত অনুষ্ঠান শ্রবণে বাধাদান করে। তাদের দাবি, এডিসি এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি শোনা যাবেনা। এই বলেই সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। ঘটনার সাতজন বিজেপি কর্মী, রক্তাক্ত হয়েছেন। যাদের মধ্যে দু – তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।
বিপিন দেববর্মা আরো জানান, দুষ্কৃতিকারীরা বিজেপি কর্মীদের ১০ থেকে ১৫ টি বাইক ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ভাঙচুর করা হয়েছে দুটি গাড়িতেও। তাদের হাতে ধারালো অস্ত্র এমনকি দেশীয় বন্দুক ছিল বলেও দাবি করেছেন তিনি।
এদিকে বিজেপির এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় ইতিমধ্যেই মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজেপি। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রিন্টু দেববর্মা নামে তিপ্রা মথার এক যুবনেতাকে গ্রেপ্তার করেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই হামলার ঘটনায় অভিযোগমূলে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আপাতত ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বিজেপির শরিক দলের এ ধরনের ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপির সঙ্গে জোটে রয়েছে তিপ্রা মথা। তারপরেও শাসকদলের কর্মীদের উপর আক্রমণকে শীর্ষস্থানীয় নেতৃত্বরা কিভাবে দেখবেন সেটাই প্রশ্ন হয়ে উঠেছে। বিপিন দেববর্মা জানান, ইতিমধ্যেই প্রদেশ সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে গোটা বিষয়টি নেওয়া হয়েছে। বিজেপির এক প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। শরিকদলের এহেন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বিজেপি নেতা বিপিন দেববর্মা।

