আগরতলা, ২৬ জুলাই : দেশলাই কাঠি দিয়ে নিজের শিল্পকর্মের মাধ্যমে কার্গিল বিজয় দিবসে বীর জওয়ানদের শ্রদ্ধা জানান আগরতলার বিজয় দেবনাথ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় দেবনাথ বলেন, আজ ২৬শে জুলাই, কারগিল বিজয় দিবস। গোটা দেশ আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে শহীদ হওয়া বীর জওয়ানদের। এই দিনটি উপলক্ষে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বিজয় দেবনাথ নামে এক যুবক। দেশপ্রেম ও শিল্পকলাকে মিলিয়ে তিনি তৈরি করেছেন এক অসাধারণ চিত্র—যেটি সম্পূর্ণ তৈরী হয়েছে দেশলাই কাঠি দিয়ে।

