কার্গিল বিজয় দিবস উদযাপন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পে

আগরতলা, ২৬ জুলাই : উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় এবং মাই ভারত উত্তর ত্রিপুরার উদ্যোগে আজ ইয়াকুবনগর বিএসএফ ৯৭ বিএন ক্যাম্প প্রাঙ্গণে কার্গিল বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর রূপালী অধিকারী, গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্জলা দাস, বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় দাস, বিএসএফ ৯৭ বিএন-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট দেবেন্দ্র কুমার ভার্মা এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার সহ-সভাপতি শিল্পী নাথ।

মাই ভারত উত্তর ত্রিপুরার ও.এ. রনদ্বীপ রুদ্র পাল স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ১৯৯৯ সালের এই দিনে লাদাখের কার্গিল অঞ্চলে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ জয়ই আজকের এই দিবসের মূল প্রেরণা। এই অনুষ্ঠান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই মুখ্য উদ্দেশ্য।

অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন, বৃক্ষরোপণ কর্মসূচি, সেনা জওয়ানদের সংবর্ধনা, ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যসামগ্রী বিতরণ, ডগ শো, অস্ত্র প্রদর্শনী এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠানটি উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্যদের তত্ত্বাবধানে সুচারুভাবে পরিচালিত হয়। বক্তৃতার পর্বে অতিথিবৃন্দ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজ গঠনে ও দেশসেবায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার বহু বাসিন্দার অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত এবং স্মরণীয় রূপ লাভ করে।