ধর্মনগর, ২৪ জুলাই : ধর্মনগর ডিগ্রি কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার পর অবশেষে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রাই-এর সঙ্গে বৈঠকে বসলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্র-ছাত্রীরা এবং কলেজের উকিল। বৈঠকে পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, কলেজে হামলা চালানো তিন বহিরাগত দুষ্কৃতিকারীকে আগামী চার দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে।
এছাড়াও, পুলিশ সুপার স্বয়ং ঘটনাস্থলে — অর্থাৎ যেখানে এবিভিপি-র পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়েছিল — সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে আশ্বাস দেন, নির্ধারিত সময়ের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এই প্রসঙ্গে এবিভিপি-র জেলা সঞ্চালক অখিল দেব পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আগামী চার দিনের মধ্যে দুষ্কৃতিদের গ্রেফতার না করা হয়, তাহলে এবিভিপি বৃহত্তর আন্দোলনের পথে নামবে এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবে।”

