আদালতে সাক্ষী দেওয়ায় বাড়িতে হামলা, থানায় মামলা, আটক এক

তেলিয়ামুড়া, ২২ জুলাই: পারিবারিক হিংসার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে। এই ঝামেলা এবার কোর্টে গড়ালো। বিচার প্রক্রিয়ায় সাহায্য করে আদালতে সাক্ষী দেওয়ার কারণে এক মহিলার বাড়ি ঘরে হামলা চালালো দুষ্কৃতিকারীরা। ঘটনা তেলিয়ামুড়ায়।

বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে। প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ যাতে আইন ব্যবস্থার স্বার্থে ইতিবাচকভাবে সাক্ষী দিতে এগিয়ে আসেন সেই বিষয়ে আবেদন জানানো হয়। তবে তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকাতে যেভাবে পারিবারিক হিংসাদীর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে সাক্ষী দেওয়ার অপরাধে সাক্ষী দান কারীর বাড়িতে আক্রমণ হয়েছে এবং উনার অনুপস্থিতিতে অসুস্থ স্বামির উপর আক্রমণ হয়েছে, এটা কিন্তু ভাবার বিষয়।

গোলাবাড়ি এলাকার জনৈক সম্রাট ঘোষের সাথে উনার স্ত্রীর ঝামেলা চলছে। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে গতকাল খোয়াই আদালতে পুতুল ঘোষ সাক্ষ্য প্রদান করেছেন। এই অপরাধে পুতুল ঘোষ ও স্বামীর উপর এবং বাড়িঘরে আক্রমণ সংঘটিত হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্ট ভাবে মামলা গ্রহণ করা হয় । এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সম্রাটকে পুলিশ আটক করেছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।