অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত এক

আগরতলা, ২২ জুলাই: অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক। অন্যদিকে অটোর চালক এবং একজন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার উদয়পুর রমেশ চৌমুহনী থেকে একটি অটো চারজন যাত্রী নিয়ে কাঁকড়াবনে যাচ্ছিল। অপরদিক থেকে জামজুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি বাইক এসে সোজা অটো রিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। অভিযোগ বাইকটির দ্রুতগতিতে বাক নিতে গিয়েই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

এদিকে ঘটনার সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে এসে আহত বাইক চালককে হাসপাতালে নিয়ে যায়।