মিথ্যা অভিযোগের ভিত্তিতে ছুরিকাহত যুবক, থানায় মামলা, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ জুলাই:
সম্প্রতি ১৭ জুলাই মানব পাচারকে মিথ্যা অভিযোগ এনে কৈলাসহর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে কিছু দুষ্কৃতী। এবিষয়ে আক্রমণ যুবক রুকন উদ্ধীন থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে মামলা গ্রহণ করার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি বলে অভিযোগ। অবশেষে ন্যায় বিচারের দাবিতে স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলেন ওই ব্যক্তি।

কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রুকন উদ্দিনের সাথে ওই এলাকার কিছু যুবকের মানব পাচার নিয়ে বিগত কিছুদিন ধরে ঝামেলা চলছিল। অভিযোগ চলতি মাসের ১৭ তারিখ ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় রুকন উদ্দিনকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক মিলে। যার ফলে তার শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে এবং তার মাথাতে গুরুতরভাবে আঘাত লাগে । পরবর্তী সময় সে জেলা হাসপাতালে গিয়ে ভর্তি হয়। ওইদিনই অভিযুক্তদের নাম-ধাম দিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। একপ্রকার দিশেহারা হয়ে রুকন উদ্দিন রবিবার দুপুরবেলা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহার কাছে এসে দারস্থ হয়।

এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন বর্তমান জেলা পুলিশ সুপার জেলার দায়িত্বভার নেওয়ার পর আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এভাবে দিন দুপুরে রুকন উদ্দিনের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে এখনও পুলিশ জালে তুলতে পারেনি। শ্রী সিনহা আরও জানান এব্যাপারে তিনি লিখিতভাবে জেলা পুলিশ সুপার ,রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের জানাবেন । যদি অভিযুক্তদের গ্রেফতার না করা হয় তাহলে কংগ্রেস দল কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং প্রয়োজনে ২৪ ঘন্টা গোটা জেলায় ধর্মঘট ডাকা হবে কংগ্রেস দলের পক্ষ থেকে।