আগরতলা, ১৯ জুলাই : চুরাইবাড়ী থেকে আগরতলা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ওই চিঠির জবাবে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব গত ৩০ জুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির নিকট চিঠি দিয়ে চুরাইবাড়ী থেকে আগরতলা পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন। আজ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী ওই চিঠির জবাবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাছাড়া, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি, ১ জুলাই ৮ নং জাতীয় সড়ক উভয় পাশে শান্তিরবাজার বাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের ও অনুরোধ জানানো হয়েছিল। ওই বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানানো হয়েছে।

