আগরতলা, ১৭ জুলাই : পরকীয়া সম্পর্কের জেরে আইনিভাবে নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দিতে স্ত্রীকে নিয়ে থানায় হাজির হলেন স্বামী। জিরানিয়ায় বিবাহ বহির্ভূত পরকিয়া প্রেমের জেরে এক ব্যক্তি তার নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে আইনিভাবে তুলে দেওয়ার জন্য স্ত্রীকে নিয়ে থানায় হাজির হলেন।
ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে প্রায় ১০ বছর আগে মৌমিতা দেবনাথের সঙ্গে তার সামাজিকভাবে বিয়ে হয়।তাদের এক সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী জাম্পুইয়ে অবস্থান করে কাজ করতেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। বাড়িতে স্বামীর উপস্থিতিতে তার স্ত্রী মৌমিতা দেবনাথ ও স্থানীয় এক যুবক উত্তম দেবনাথের মধ্যে অবৈধ সম্পর্ক হয়। এই ঘটনা চলে দীর্ঘদিন যাবত। কিন্তু করোনাকালীন সময় উত্তম দেবনাথ মৌমিতা দেবনাথের সঙ্গে পরকীয়া করতে এসে ধরা পড়ে। জনগণ উত্তম মধ্যম দিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।
পরে মৌমিতার পরিবার তার স্বামীর পরিবার এবং স্থানীয় জনগণ ও পুলিশের সালিশি সভায় সব কিছু মীমাংসা হয় এবং তারা এক সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু মৌমিতা তার অবৈধ পরকিয়া প্রেম চালিয়ে যায় বলে অভিযোগ স্বামীর। গতকাল উত্তম দেবনাথের সঙ্গে কথা বলার সময় ধরে ফেলেন তার স্বামী । তাকে এই বিষয়ে জানতে চাইলে সে পালিয়ে যেতে চায়। কিন্তু তার স্বামী তাকে যেতে না দিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোজা জিরানিয়া থানায় হাজির হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যেহেতু উনার স্ত্রী মৌমিতা দেবনাথ উনার সঙ্গে থাকতে চায় না সেহেতু তাকে তিনি তার প্রেমিকের কাছে যেতে দিতে চান।

