প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এসকর্টের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, আহত তিন

আগরতলা, ১৭ জুলাই : আজ মেলাঘরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের এসকর্টের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন টিএসআর জওয়ানও। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করে। অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ মেলাঘর থানা সংলগ্ন এলাকায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের এসকর্টের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হবার কারনে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।