এডিসি নির্বাচন নিয়ে জনজাতি চিন্তন বৈঠক বিজেপির

আগরতলা, ১৭ জুলাই : ২০২৬ সালে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পাহাড়ে বিজেপির জমি শক্ত করতে আজ সোনার তরী স্টেট গেস্ট হাউসে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের জনজাতি চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত ওই বৈঠকে আগামী দিনে জনজাতিদের উন্নয়নের জন্য দিশা নির্ধারণ করা হবে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ উপজাতি নেতৃত্বরা।

এদিনের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির দেশের সর্ববৃহতম দল। ভারতীয় জনতা পার্টি সমাজে পিছিয়ে পড়া বর্গের উন্নয়নের কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া বর্গের মধ্যে এসসি, ওবিসি, এসটি, কৃষক রয়েছে। আগামীদিনে কিভাবে তাঁদের উন্নয়ন করা যায় সেই বিষয়েই আজকের বৈঠক। তাছাড়া, বিজেপিকে আরও মজবুত করার লক্ষ্যে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন পৌঁছে গেছে সমতল থেকে পাহাড়ে। দশকের পর দশক ধরে উপেক্ষিত উত্তর পূর্বাঞ্চল সহ সমগ্র দেশের জনজাতি সমাজের আর্থ-সামাজিক ও রাজনৈতিক উত্থানে ভারতীয় জনতা পার্টির সরকারের সংকল্পবদ্ধ প্রয়াস আজ সুফল বয়ে আনছে। একই সাথে এই বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

তাঁর কথায়, জনজাতি নেতৃত্বদের নিয়ে সময় সময়ে চিন্তন বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত আজ আত্মসমালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আগামী দিনে জনজাতিদের উন্নয়নের জন্য দিশা নির্ধারণ করা হবে।

এদিকে, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে চিন্তব বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামীদিনে কিভাবে জনজাতির মোর্চাকে আরও শক্তিশালী করে তুলা যায় সেই দিশায় কাজ করা হবে। পাশাপাশি, কেন্দ্র ও রাজ্য সরকারের জনজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের বিচার বিশ্লেষণ করা। তাছাড়া, কিভাবে জনজাতিদের কাছে আরও সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার যায় তা নিয়েও আলেচনা করা হয়েছে। তাঁর কথায়, জনজাতিদের বিকাশের জন্য আগামীদিনে সরকার আরও কি অগ্রণী ভূমিকা পালন করবে, সেই বিষয়েই আলোচনা হয়েছে।