‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অঙ্গ হিসেবে পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ

আগরতলা, ১৬ জুলাই: ‘এক পেড় মা কে নাম’- এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের ৭ নম্বর ওয়ার্ড’র বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এদিনের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, স্থানীয় কর্পোরেটর জয়া ধানুক সহ অন্যান্যরা।

এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, বিশ্ব উষ্ণায়ন রোধে পরিবেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ১০ কোটি গাছ রোপন করার লক্ষ্যমাত্রা নিয়েছেন। এরই অঙ্গ হিসেবে এদের ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাপিয়া দত্ত আরো বলেন, ‘এক পেড় মা কে নাম’ এই কর্মসূচির পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি লক্ষ্য রয়েছে। আমরা বিভিন্ন সময় বৃক্ষরোপণ করে থাকলেও চারা গাছটির রক্ষণাবেক্ষণের অভাবে সেই গাছটিকে বাঁচিয়ে তোলা সম্ভব হয় না। কিন্তু আমরা আমাদের মায়ের নামে যখন একটি গাছ লাগাবো তখন সেটি আমাদের আবেগের একটি উৎস থাকবে। সেই চারা গাছের পরিচর্যায় আমরা সদা তৎপর থাকবো। সেই কারণেই গাছ লাগানো এবং আগামীদিনে সেই চারাগাছকে আমাদেরই পরিবারের অংশ ভেবে পরিচর্যা করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।