মেলাঘর পৌরসভার জায়গাতে ৩০ হাজার গাঁজা নার্সারি ধ্বংস করল পুলিশ

আগরতলা, ১৬ জুলাই : গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ মেলাঘর সমর সেতুর আগে ইন্দিরা নগরে ৩০ হাজার গাঁজার গাছ ধ্বংস করেছে। ওই অভিযানে ছিলেন মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা।

মেলাঘর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ইন্দিরা নগরে গাঁজা চাষ করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ৩০ হাজার গাঁজার গাছ ধ্বংস করেছে পুলিশ। তবে গাজা বিরোধী অভিযানে এই বছরের প্রথম অভিযান বলে জানান তিনি।

আগামী দিনে তাদের অভিযান থাকবে বললেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা।