বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে বহি:রাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগে আটক নাবালক

ধর্মনগর, ১৬ জুলাই : বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে বহিরাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগে আটক নাবালক। ভিন ধর্মী নাবালক দ্বারা হিন্দু নাবালিকাকে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পথে রেল পুলিশের হাতে আটক হয় তারা। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য উত্তর জেলা জুড়ে।

ধর্মনগর থানাধীন সাবাজপুর এলাকার ১৭ বছরের মুসলিম নাবালক বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ১৫ বছরের এক হিন্দু নাবালিকাকে ট্রেনে করে বহিঃরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেয়।

এদিকে নাবালিকা মেয়েকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন ধর্মনগর মহিলা থানার একটি মিসিং ডায়েরি করে। লিখিত অভিযোগ পেয়ে পুলিশের তৎপরতায় ভিন ধর্মী নাবালক সহ নাবালিকা মেয়েকে আসামের শিলচর রেল স্টেশন থেকে আরপিএফ আটক করে। পরবর্তীতে নাবালিকা মেয়ের পরিবারের লোকজন ধর্মনগর মহিলা থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত নাবালককেও নিয়ে আসা হয়।

ঘটনার খবর পেয়ে থানায় উপস্থিত হয় বজরং দলের কর্মীরা। বজরং দলের নেতৃত্বরা জানান, হিন্দু নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন সহ ওই মুসলিম নাবালক হিন্দু ধর্ম গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল নাবালিকাকে। তারপর নাবালিকাকে নিয়ে বহিঃরাজ্যে যাচ্ছিল। তারা জানান, ভিন ধর্মী ছেলেরা হিন্দু নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাবালিকাদের ধর্ম পরিবর্তন করে জীবন নষ্ট করছে। তাই এই ঘটনায় কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি তুলছেন।

ধর্মনগর মহিলা থানার অফিসার ইনচার্জ শিপ্রা দাস এমর্মে একটি মামলা নথিভুক্ত করেছেন। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ধৃত নাবালককে জেলার জুভেনাইল কোর্টে সোপর্দ করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার বদ উদ্দেশ্য নিয়ে। ধারনা করা হচ্ছে,লাভ জিহাদের শিকার বানিয়ে কোন অসামাজিক কার্যকলাপের কাছে ওই নাবালিকাকে বিক্রি করার ছক কষেছিল ভিন ধর্মী ওই নাবালক। যদিও পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে আসল রহস্য।