বনমালীপুর ২৫নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়

আগরতলা, ১৬ জুলাই: বনমালীপুর ২৫নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে লিফলেট বিলি করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। স্মার্ট মিটার, বর্ধিত বিদ্যুৎ বিল, পানীয় জলের ট্যাক্স, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব এদিন সরব হলেন বনমালীপুরের বিধায়ক।

কংগ্রেস বিধায়ক বলেন, বিদ্যুৎ বিল বৃদ্ধি পাচ্ছে, পানীয় জলের ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্মার্ট মিটারের মতো বিভিন্ন জিনিস সাধারণ জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এই সরকার। এ বিষয়গুলি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি। কংগ্রেস বিধায়ক বলেন, জনগণের সমস্যা গুলি লিফলেট আকারে সাধারণ জনগণের পাশে পৌঁছে দিচ্ছে কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এই সমস্যাগুলি অবিলম্বে সমাধান করেন, তার দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়।