আগরতলা, ১৬ জুলাই : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পুলিশ। অভিযানে আঠারোমুড়ার ৪১ মাইল এলাকা থেকে অটোতে তল্লাশি চালিয়ে ১০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে মুঙ্গিয়াকামী থানাধীন পুলিশ আঠারোমুড়ার ৪১ মাইল এলাকা নাকা চেকিংয়ে বসে। ওই সময় আমবাসা থেকে মুঙ্গিয়াকামী দিকে যাওয়ার সনয় সন্দেহভাজন ওই অটো আটক করে পুলিশ। ওই অটোতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে অটোর চালক বিকাশ দেব এবং সুমন। অভিযানে অটোতে তল্লাশি চালিয়ে ১০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
