আগরতলা, ১৬ জুলাই : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পুলিশ। অভিযানে আঠারোমুড়ার ৪১ মাইল এলাকা থেকে অটোতে তল্লাশি চালিয়ে ১০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ নাকা চেকিং করাকালীন সময়ে আমবাসার দিক থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া টিআর০১এম৩৬২৪ নম্বরের একটি যাত্রীবাহী অটো গাড়িকে আটক করে। গাড়িটিতে তল্লাশি চালানোর সময় পুলিশ গাড়ীর মধ্যে মেডিসিন জাতীয় কোনো সামগ্রীর গন্ধ অনুভব করতে পারে।
সঙ্গে সঙ্গে নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা পুলিশ অফিসার এই ঘটনার খবর পাঠায় মুঙ্গিয়াকামি থানার ও.সি সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারীকের নিকট। খবর পেয়ে মহকুমা প্রসাশনের একজন মেজিস্ট্রেট সহ মহকুমা পুলিশ পান্নালাল সেন ও মুঙ্গিয়াকামি থানার ও.সি’র উপস্থিতি’তে আটককৃত গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে থাকা গোপন চেম্বার থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেটের উদ্ধার করতে সক্ষম হয়। সেই সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালক বিকাশ দেব সহ গাড়িতে থাকা তার এক সহযোগী সুমন মজুমদার’কে।
আরও জানা গিয়েছে, আটককৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারী পান্নালাল সেন।

