দুই লক্ষাধিক টাকার গাঁজা সহ ৫ পাচারকারী আটক

আগরতলা, ১৪ জুলাই: মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। শনিবার এক অভিযানে প্রায় ৩২ কেজি গাঁজা সহ পাচারকারীকে আটক করা হয়েছে। যার মধ্যে রয়েছে চার জন মহিলা। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

তেলিয়ামুড়া থানার পুলিশ রেল স্টেশন এলাকায় রুটিন যানবাহন তল্লাশির সময় একটি গাড়িকে আটক করে। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার হয় এবং চারজন মহিলা ও একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই বিহারের ভাগলপুর ও পূর্ণিয়া জেলার বাসিন্দা। আটককৃতরা হলো, রঞ্জিত কুমার সাহানি (৩০), রুচি কুমারী (২০), পিঙ্কি দেবী (২৫), লক্ষ্মী দেবী (২৪), রূপা দেবী (২৮)।

এই ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।