ত্রিপুরায় বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গাবুচ্ছে যোদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই:
ত্রিপুরায় বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গাবুচ্ছে যোদার। ত্রিপুরায় অবৈধ বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরার চাকমা রাজ্য গাবুচ্ছে যোদা।

সাংবাদিক সম্মেলনে তারা সাফ জানিয়ে দিয়েছেন, যারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে নাম পাল্টে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। ত্রিপরা চাকমা গাবুচ্ছে যোদা সভাপতি রাজেশ চাকমা, দর্শন চাকমা,শরৎ চাকমা, সুমন চাকমা, দিপল চাকমা, কমল কুমার চাকমা অন্যান্য সহ সকল ত্রিপুরা চাকমা জাতি, সেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লাড়াইয়ে নামবে । তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাবুচ্ছে যোদার পক্ষ থেকে বাংলাদেশি চাকমাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, তাদের লড়াই যদি করতেই হয়, তাহলে তা বাংলাদেশে গিয়ে করুক, ত্রিপুরার শান্তি ও পরিবেশ যেন নষ্ট না করে।ত্রিপুরার রাজ্য রাজনীতি যখন অনুপ্রবেশকারীদের প্রবেশ বন্ধের দাবিতে উত্তাল, ঠিক তখনই চাকমা সম্প্রদায়ের এই শীর্ষ সংস্থা বাংলাদেশি চাকমাদের বিরুদ্ধে সরব হল। গাবুচ্ছে যোদা জানিয়েছে, তাদের কড়া নজর রয়েছে ত্রিপুরায় কে কী করছে। এতদিন তারা চুপ থাকলেও, এখন আর চুপ থাকবে না। প্রয়োজনে প্রাণ দিয়ে হলেও ত্রিপুরা রাজ্যকে রক্ষা করবে ত্রিপুরার চাকমারা।এই হুঁশিয়ারি ত্রিপুরায় চলমান অনুপ্রবেশ সমস্যাকে নতুন মাত্রা দিল।

একদিকে যখন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনুপ্রবেশ বন্ধের দাবিতে আন্দোলন করছে, তখন চাকমা সম্প্রদায়ের নিজস্ব নেতৃত্বই অবৈধ বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে স্পষ্ট যে, অনুপ্রবেশের বিষয়টি শুধুমাত্র সীমান্ত সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি রাজ্যের সামাজিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ শান্তিকেও প্রভাবিত করছে।গাবুচ্ছে যোদার এই কড়া অবস্থান ভবিষ্যতে কী রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এটা পরিষ্কার যে, ত্রিপুরার মাটি থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করার দাবিতে ক্রমেই জোরদার হচ্ছে আন্দোলন, আর এবার তাতে শামিল হল স্বয়ং চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিরাও।