ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রয়োদশ সম্মেলন, পরিবহন শিল্পে সংকট ও বিতর্কিত মন্তব্য

আগরতলা, ১৩ জুলাই : আজ আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দেশের ও রাজ্যের পরিবহন শিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতি এবং পরিবহন শ্রমিকদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে, সিআইটিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্তের একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

প্রাক্তন মন্ত্রী মানিক দে তাঁর বক্তব্যে জানান, দেশ ও রাজ্যের পরিবহন শিল্প বর্তমানে নানা সংকটের মুখে দাঁড়িয়ে আছে। পরিবহন শ্রমিকদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে, যার ফলে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি রাজ্য সরকার এবং শাসক দল পরিচালিত সংগঠনগুলির নেতাদের দায়ী করেছেন। তাঁর মতে, তাদের নীতির কারণেই শ্রমিকরা এই দুর্দশার শিকার হচ্ছেন।

ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত ভগবান হনুমানকে “সন্ডা মার্কা” বলে কটুক্তি করেন। তাঁর এই মন্তব্য বিভিন্ন মহলে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
তথাকথিত বামপন্থীরা নিজেদের নাস্তিক দাবি করেন এবং ধর্ম মানেন না বলে পরিচিত। তবে, যারা ধর্মপ্রাণ এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাদের বিশ্বাসে আঘাত করা সিপিআইএমের একটি পুরনো প্রবণতা বলে অভিযোগ উঠেছে। শংকর দত্তের এই মন্তব্য সেই অভিযোগকে আরও জোরালো করেছে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সমালোচিত হচ্ছে।

ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রয়োদশ কেন্দ্রীয় সম্মেলনে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা। তবে, শংকর দত্তের বিতর্কিত মন্তব্যের ফলে সম্মেলনের মূল বার্তা কিছুটা ঢাকা পড়ে গেছে বলে মনে করা হচ্ছে।