অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে এবার ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই:
অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে এবার ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

বিহারে ইতিমধ্যেই একটি সার্ভে সম্পন্ন হয়েছে। সেই সার্ভেতে দেখা গেছে বিহারে প্রচুর বাংলাদেশ, মায়ানমার এবং নেপালের অবৈধ অনুপ্রবেশকারী জনগণ রয়েছেন। যারা অবৈধভাবে বিহারে প্রবেশ করে বর্তমানে সেখানের জাল পরিচয় পত্র নিয়ে বসবাস করছেন। এমনকি তারা তাদের ভোটাধিকারও প্রয়োগ করছেন। একই কায়দায় ত্রিপুরাতেও সার্ভে করা হলে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের চিহ্নিত করা সম্ভব।

এদিন সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, খুব তাড়াতাড়ি তিপ্রা মথার সকল এমডিসি, বিধায়ক এবং মন্ত্রীদের সমর্থন নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। বিহারের মতো উত্তর পূর্বাঞ্চলেও বিশেষ করে ত্রিপুরাতে অভিযান চালানোর আবেদন জানাবেন। যার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে সেই দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। পাশাপাশি তিনি জানান, এই সার্ভের কাজে তিপ্রাসা অফিসারদের রাখতে হবে। তাঁর কথায়, রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সংকটে রয়েছে। যার জন্য জনজাতি অংশের জনগণই এই কাজটি সঠিকভাবে করতে পারবেন। তাই এই সার্ভের কাজে যেন জনজাতি অংশের অফিসারদের রাখা হয় তার দাবি জানাবেন তিনি।