খোয়াইয়ে ধৃত দুই বাংলাদেশি যুবক

আগরতলা, ১২ জুলাই : বাইজল বাড়ীর বেলফাঙয়ের নাকা পয়েন্ট থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় জাতীয় সড়কের খোয়াই- মোহনপুর অংশের বেলফাঙয়ের নাকা পয়েন্টে দুইজন বাংলাদেশী আটক করা হয়েছে। ওই সময় যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাইজালবাড়ী হয়ে খোয়াইয়ের দিকে যাচ্ছিল। নাকা পয়েন্টে ডিউটিরত বাইজাল বাড়ী থানার পুলিশ রুটিন তল্লাশির জন্য অটো রিকশাটিকে আটক করে। অটোতে দুজন যাত্রী ছিল। জিজ্ঞাসাবাদ করলে ওই দুইজন যাত্রী পুলিশকে জানায় যে, তারা মোহনপুর থেকে আসছিল খোয়াইয়ের উদ্দেশ্যে। তারা বাংলাদেশী নাগরিক বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ সন্দেহভাজন দুই বাংলাদেশি নাগরিককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ধৃত দুই বাংলাদেশির নাম খোকন সরকার ও অনিক সরকর।