ওয়াশিংটন, ১ জুলাই : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন, কানাডা যথাযথভাবে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহ ঠেকাতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প এই ঘোষণাটি একটি চিঠির মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে জানিয়েছেন, যা তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। চিঠিতে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি কানাডা পাল্টা ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এই শুল্কহার আরও বাড়ানো হতে পারে।
তবে আলোচনার সম্ভাবনার কথাও রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, “যদি কানাডা আমার সঙ্গে ফেন্টানিল প্রবাহ বন্ধ করতে কাজ করে, তাহলে হয়তো এই চিঠি সংশোধন করে শুল্কহার নিয়ে পুনর্বিবেচনা করা হবে।” তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের প্রেক্ষিতে এই শুল্কহার বাড়ানো বা কমানো হতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবেশের বেশিরভাগ অংশই মেক্সিকো সীমান্ত দিয়ে আসে, কানাডা নয়—এমন তথ্য বিভিন্ন তদন্তে উঠে এসেছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প একাধিক দেশের ওপর শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করেছেন। কানাডার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপরও নতুন শুল্ক বসানো হয়েছে। আমদানি করা তামার ওপর ৫০ শতাংশ শুল্ক ঘোষণাও দিয়েছেন তিনি।
একটি আলাদা সাক্ষাৎকারে এনবিসি নিউজকে ট্রাম্প জানান, অন্যান্য দেশগুলোর ওপরও ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে, তাদের বাণিজ্য নীতি ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে।
প্রসঙ্গত, ২০২০ সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির অধীনে কানাডার অনেক পণ্য এই ধরণের শুল্ক থেকে ছাড় পেয়েছিল। তবে নতুন শুল্ক কার্যকর হলে সেই ছাড় বহাল থাকবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
প্রধানমন্ত্রী মার্ক কারনি এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

