বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও চরম অবহেলার প্রতিবাদে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের

সোনামুড়া, ১১ জুলাই : বিদ্যালয়ের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও চরম অবহেলার প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ঘটনা সোনামুড়ার একটি বেসরকারি বিদ্যালয়ে। অভিযোগ, বিগত এক বছর ধরে স্কুলটি নানান সমস্যায় জর্জরিত। শিক্ষকের তীব্র অভাব, জলের সরবরাহ নেই, বিদ্যুৎ নেই, এমনকি শ্রেণিকক্ষে কোনো পাখাও নেই। এই অবস্থায় ছোট ছোট ছাত্র ছাত্রীদের কীভাবে পড়াশোনা চলবে,তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।

অভিভাবকরা জানান, বিষয়টি বারবার শহরের নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।তাই বাধ্য হয়েই তারা আজকের এই তালাবদ্ধ বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া ও শাসক দলের অন্য নেতারা। তাঁরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। অভিভাবকেরা স্পষ্ট জানান—এটাই ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ, তবে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। আলোচনা ও প্রতিশ্রুতির পর তালা খুলে দেওয়া হয় বিদ্যালয়ের।