গাড়ি ভর্তি অবৈধ কাঠ উদ্ধার, পলাতক চালক

আগরতলা, ১১ জুলাই:
মধ্যরাতে উদ্ধার করা হয়েছে গাড়ি ভর্তি অবৈধ কাঠ। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে পানিসাগর রেল ক্রসিং এলাকায়। ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঘটনার বিবরনে জানা যায়, প্রতিদিনকার মতো গতকালও পানিসাগরের জুরি রেঞ্জের বন দপ্তরের কর্মীরা রুটিন চেকিং করছিলেন। তখনই একটি সন্দেহজনক গাড়ির পেছনে ধাওয়া করেন বনদপ্তরের কর্মীরা। গাড়ির চালক বনদপ্তর এর ধাওয়া আঁচ করতে পেরে পানিসাগর রেল ক্রসিং এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায়। গাড়ি থেকে ২৫-৩০ ফুট কাঠ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক। যার বাজারমূল্য ৪০ হাজার টাকার কাছাকাছি হবে বলে জানিয়েছেন আধিকারিক।